Skip to main content

ফ্রিল্যান্সিং জগতে আমার সবচেয়ে পছন্দনীয় সেক্টর

 

ফ্রিল্যান্সিং জগতে আমার সবচেয়ে পছন্দনীয় সেক্টর

ফ্রিল্যান্সিংয়ের জগতে আমার সবচেয়ে পছন্দের সেক্টর হলো ডিজিটাল মার্কেটিং



ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা

  • কম খরচে প্রচারণা
    প্রচলিত মার্কেটিং (পোস্টার, ব্যানার, টিভি বিজ্ঞাপন) এর তুলনায় অনেক কম খরচে অনলাইনে ব্যবসা প্রচার করা যায়।

  • বৃহত্তর গ্রাহক পৌঁছানো
    ডিজিটাল প্ল্যাটফর্মে দেশ-বিদেশের অসংখ্য মানুষের কাছে সহজেই পণ্য বা সেবা পৌঁছানো সম্ভব।

  • টার্গেটেড অডিয়েন্স
    যাদের সত্যিই তোমার পণ্য/সেবার প্রয়োজন, শুধু তাদের কাছেই বিজ্ঞাপন পৌঁছে দেওয়া যায় (Age, Location, Interest অনুযায়ী)।

  • ফলাফল মাপা সহজ
    কোন বিজ্ঞাপন কতজন দেখল, ক্লিক করল বা কিনল – সবকিছু ডেটা আকারে পাওয়া যায়।

  • ২৪/৭ প্রচারণা
    অনলাইনে একবার বিজ্ঞাপন দিলে সেটা সারাদিন-সারারাত গ্রাহকদের কাছে দৃশ্যমান থাকে।

  • ব্যবসা বৃদ্ধি ও ব্র্যান্ড তৈরি
    ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে দ্রুত ব্র্যান্ড তৈরি হয় এবং গ্রাহকের আস্থা অর্জন করা সহজ হয়।

  • ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার সুযোগ
    ডিজিটাল মার্কেটিং শিখে ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে আয় করা যায়।






  • Comments

    most popular post

    আমার নাম

       আমার নাম কাজী রু ম্মান ইশরাক মাহী- পিতার নাম কাজী বেনজির আলম- মাতার নাম ছামছুন  নাহার  

    বর্তমানে যেখানে পড়াশোনা করছি

      বর্তমানে যেখানে পড়াশোনা করছি সম্প্রতি আমি শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছি।