Skip to main content

আমার ভবিষ্যৎ পরিকল্পনা

 

আমার ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যতে একটি আধুনিক ও সুশৃঙ্খল গরু, হাঁস ও মুরগির খামার গড়ে তোলার ইচ্ছা আছে, যা বৈজ্ঞানিক ও যুগোপযোগী পদ্ধতিতে পরিচালিত হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা অর্জন করে একজন সফল আইটি স্পেশালিস্ট হওয়ার লক্ষ্য রয়েছে।



Comments

Popular posts from this blog

আমার নাম

   আমার নাম কাজী রু ম্মান ইশরাক মাহী পিতার নাম কাজী বেনজির আলম মাতার নাম ছামছুন  নাহার  

ফ্রিল্যান্সিং জগতে আমার সবচেয়ে পছন্দনীয় সেক্টর

  ফ্রিল্যান্সিং জগতে আমার সবচেয়ে পছন্দনীয় সেক্টর ফ্রিল্যান্সিংয়ের জগতে আমার সবচেয়ে পছন্দের সেক্টর হলো ডিজিটাল মার্কেটিং । ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা কম খরচে প্রচারণা প্রচলিত মার্কেটিং (পোস্টার, ব্যানার, টিভি বিজ্ঞাপন) এর তুলনায় অনেক কম খরচে অনলাইনে ব্যবসা প্রচার করা যায়। বৃহত্তর গ্রাহক পৌঁছানো ডিজিটাল প্ল্যাটফর্মে দেশ-বিদেশের অসংখ্য মানুষের কাছে সহজেই পণ্য বা সেবা পৌঁছানো সম্ভব। টার্গেটেড অডিয়েন্স যাদের সত্যিই তোমার পণ্য/সেবার প্রয়োজন, শুধু তাদের কাছেই বিজ্ঞাপন পৌঁছে দেওয়া যায় (Age, Location, Interest অনুযায়ী)। ফলাফল মাপা সহজ কোন বিজ্ঞাপন কতজন দেখল, ক্লিক করল বা কিনল – সবকিছু ডেটা আকারে পাওয়া যায়। ২৪/৭ প্রচারণা অনলাইনে একবার বিজ্ঞাপন দিলে সেটা সারাদিন-সারারাত গ্রাহকদের কাছে দৃশ্যমান থাকে। ব্যবসা বৃদ্ধি ও ব্র্যান্ড তৈরি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে দ্রুত ব্র্যান্ড তৈরি হয় এবং গ্রাহকের আস্থা অর্জন করা সহজ হয়। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার সুযোগ ডিজিটাল মার্কেটিং শিখে ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে আয় করা যায়।

বর্তমান ঠিকানা

  বর্তমান ঠিকানা বর্তমানে আমি বসবাস করছি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অন্তর্গত তেরোখাদিয়া এলাকায় , যা রাজশাহী জেলা স্টেডিয়ামের ( Terokhadia Stadium ) সামনেই অবস্থিত। এটি শহরের অন্যতম পরিচিত স্থান, যেখানে সহজেই পৌঁছানো যায়। স্থায়ী ঠিকানা আমার স্থায়ী ঠিকানা হলো – গ্রাম: চকবিলা পোস্ট অফিস: জামালগঞ্জ থানা: আক্কেলপুর জেলা: জয়পুরহাট