Skip to main content

আমার সম্পর্কে

আমার সম্পর্কে

আমি কাজী রুম্মান ইশরাক মাহী
 জন্ম ০৪ অক্টোবর ২০০৫ সালে।
প্রাথমিক শিক্ষা শেষ করেছি জয়পুরহাট সিদ্দিকিয়া কুরবানিয়া নুরানি মাদরাসা থেকে।
দাখিল সম্পন্ন করেছি আল মারকাযুল ইসলামী আস-সালাফী দাখিল মাদরাসা থেকে।
এইচএসসি পরীক্ষা দিয়েছি শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছি।

আমার স্বপ্ন একটি আধুনিক গরু, হাঁস ও মুরগির খামার প্রতিষ্ঠা করা এবং পাশাপাশি একজন দক্ষ আইটি স্পেশালিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ে তোলা।
ভ্রমণ, বই পড়া ও খেলাধুলা আমার শখ এবং ব্যক্তিগত আনন্দের অন্যতম উৎস।

Comments

most popular post

আমার নাম

   আমার নাম কাজী রু ম্মান ইশরাক মাহী- পিতার নাম কাজী বেনজির আলম- মাতার নাম ছামছুন  নাহার  

ফ্রিল্যান্সিং জগতে আমার সবচেয়ে পছন্দনীয় সেক্টর

  ফ্রিল্যান্সিং জগতে আমার সবচেয়ে পছন্দনীয় সেক্টর ফ্রিল্যান্সিংয়ের জগতে আমার সবচেয়ে পছন্দের সেক্টর হলো ডিজিটাল মার্কেটিং । ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা কম খরচে প্রচারণা প্রচলিত মার্কেটিং (পোস্টার, ব্যানার, টিভি বিজ্ঞাপন) এর তুলনায় অনেক কম খরচে অনলাইনে ব্যবসা প্রচার করা যায়। বৃহত্তর গ্রাহক পৌঁছানো ডিজিটাল প্ল্যাটফর্মে দেশ-বিদেশের অসংখ্য মানুষের কাছে সহজেই পণ্য বা সেবা পৌঁছানো সম্ভব। টার্গেটেড অডিয়েন্স যাদের সত্যিই তোমার পণ্য/সেবার প্রয়োজন, শুধু তাদের কাছেই বিজ্ঞাপন পৌঁছে দেওয়া যায় (Age, Location, Interest অনুযায়ী)। ফলাফল মাপা সহজ কোন বিজ্ঞাপন কতজন দেখল, ক্লিক করল বা কিনল – সবকিছু ডেটা আকারে পাওয়া যায়। ২৪/৭ প্রচারণা অনলাইনে একবার বিজ্ঞাপন দিলে সেটা সারাদিন-সারারাত গ্রাহকদের কাছে দৃশ্যমান থাকে। ব্যবসা বৃদ্ধি ও ব্র্যান্ড তৈরি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে দ্রুত ব্র্যান্ড তৈরি হয় এবং গ্রাহকের আস্থা অর্জন করা সহজ হয়। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার সুযোগ ডিজিটাল মার্কেটিং শিখে ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে আয় করা যায়।

বর্তমানে যেখানে পড়াশোনা করছি

  বর্তমানে যেখানে পড়াশোনা করছি সম্প্রতি আমি শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছি।